হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
security code
১১২১

পরিচ্ছেদঃ ২৪১. কেউ এক রাক‘আত জুমু‘আহর সালাত পেলে

১১২১। আবূ হুরাইরাহ (রাঃ) সূত্রে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি (জামা’আতে) এক রাক’আত সালাত পেলো সে যেন পুরো সালাতই পেয়ে গেলো।[1]

সহীহ : বুখারী ও মুসলিম।

باب مَنْ أَدْرَكَ مِنَ الْجُمُعَةِ رَكْعَةً

حَدَّثَنَا الْقَعْنَبِيُّ، عَنْ مَالِكٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم ‏"‏ مَنْ أَدْرَكَ رَكْعَةً مِنَ الصَّلَاةِ فَقَدْ أَدْرَكَ الصَّلَاةَ ‏"‏ ‏.‏ - صحيح : ق


Abu Hurairah reported the Messenger of Allah (ﷺ) as saying:
If anyone obtains a rak'ah in the prayer (along with the imam), he has obtained the whole prayer.


হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আবূ হুরায়রা (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ