হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
security code
২৪৯

পরিচ্ছেদঃ ২৫. নাবীয দ্বারা উযু করা

২৪৯(২০). আবু বাকর আশ-শাফিঈ (রহঃ) ... আলী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, তিনি নবীয দিয়ে উযু করা দূষণীয় মনে করেন না।

এই হাদীস কেবল হাজ্জাজ ইবনে আরতাত (রহঃ) বর্ণনা করেছেন এবং তার হাদীস দলীলযোগ্য নয়।

بَابُ الْوُضُوءِ بِالنَّبِيذِ

نَا أَبُو بَكْرٍ الشَّافِعِيُّ ، نَا مُحَمَّدُ بْنُ شَاذَانَ ، نَا مُعَلَّى ، نَا أَبُو مُعَاوِيَةَ ح : وَثَنَا جَعْفَرُ بْنُ مُحَمَّدٍ الْوَاسِطِيُّ ، نَا مُوسَى بْنُ إِسْحَاقَ ، نَا أَبُو بَكْرٍ ، نَا أَبُو مُعَاوِيَةَ ، عَنْ حَجَّاجٍ ، عَنْ أَبِي إِسْحَاقَ ، عَنِ الْحَارِثِ ، عَنْ عَلِيٍّ ، قَالَ : كَانَ لَا يَرَى بَأْسًا بِالْوُضُوءِ مِنَ النَّبِيذِ . تَفَرَّدَ بِهِ حَجَّاجُ بْنُ أَرْطَاةَ . لَا يُحْتَجُّ بِحَدِيثِهِ


হাদিসের মানঃ তাহকীক অপেক্ষমাণ
পুনঃনিরীক্ষণঃ