৩৬৬৭

পরিচ্ছেদঃ দু‘আর গুরুত্ব ও মাহাত্ম্য এবং নবী (ﷺ) এর কতিপয় দু‘আর নমুনা

(৩৬৬৭) আনাস (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া যাল জালালি অলইকরাম!’ বাক্যটি আবশ্যিকভাবে বড্ড গুরুত্ব দাও।

وَعَنْ أَنَسٍ قَالَ : قَالَ رَسُوْلُ اللهِ ﷺ أَلِظُّوا ( يَاذَا الْجَلاَلِ وَالْإِكْرَامِ) رواه الترمذي، ورواه النسائي مِنْ رِوِايَةِ رَبِيْعَةَ بْنِ عَامِرٍ الصَّحَابِي قَالَ الحَاكِمُ حَدِيْثٌ صَحِيْحُ الْإِسْنَادِ


হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আনাস ইবনু মালিক (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ