৭৫

পরিচ্ছেদঃ ৫. সমুদ্রের পানি সম্পর্কে

৭৫(১২). আল-হুসাইন ইবনে ইসমাঈল (রহঃ) ... ইবনে আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমার নিকট আলোচনা করা হলো যে, কিছু লোক ভূমধ্যসাগরের পানিতে গোসল করে। তারা আরো বলে, আমাদের অন্য পানিতে গোসল করা উচিৎ। যাকে সাগরের পানি পবিত্র করতে পারলো না, আল্লাহ তাকে যেন পবিত্র না করেন।

بَابٌ فِي مَاءِ الْبَحْرِ

حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ إِسْمَاعِيلَ الْقَاضِي ، نَا الْعَبَّاسُ بْنُ مُحَمَّدٍ ، نَا أَبُو عَامِرٍ ، نَا سُلَيْمَانُ بْنُ بِلَالٍ ، عَنْ عَمْرِو بْنِ أَبِي عَمْرٍو ، عَنْ عِكْرِمَةَ ، عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا ، قَالَ : لَقَدْ ذُكِرَ لِي أَنَّ رِجَالًا يَغْتَسِلُونَ مِنَ الْبَحْرِ الْأَخْضَرِ ثُمَّ يَقُولُونَ : عَلَيْنَا الْغُسْلُ مِنْ مَاءٍ غَيْرِهِ ، وَمَنْ لَمْ يُطَهِّرْهُ مَاءُ الْبَحْرِ فَلَا طَهَّرَهُ اللَّهُ


হাদিসের মানঃ তাহকীক অপেক্ষমাণ
পুনঃনিরীক্ষণঃ