১০১

পরিচ্ছেদঃ ১২. চামড়া প্রক্রিয়াজাত করা

১০১. আবু বাকর আন-নায়শাপুরী (রহঃ) ... ইবনে আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। মায়মূনা (রাঃ) এর একটি দুগ্ধবতী বকরী মারা গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ তোমরা এর চামড়া দিয়ে উপকৃত হলে না কেন? তোমরা তার চামড়া প্রক্রিয়াজাত করলে না কেন? কেননা তা প্রক্রিয়াজাত করলে পবিত্র হয়ে যায়।

بَابُ الدِّبَاغِ

نا به أبو بكر النيسابوري ، نا عبد الرحمن بن بشر ، نا يحيى بن سعيد الأموي ح : ونا محمد بن مخلد ، نا إبراهيم بن إسحاق الحربي ، ثنا مسدد ، ثنا يحيى ، عن ابن جريج ، عن عطاء ، عن ابن عباس : أن داجنة لميمونة ماتت ، فقال النبي - صلى الله عليه وسلم - : " ألا انتفعتم بإهابها ألا دبغتموه فإنه ذكاة له


হাদিসের মানঃ তাহকীক অপেক্ষমাণ
পুনঃনিরীক্ষণঃ