২৩৭১

পরিচ্ছেদঃ ২২৪. নিদ্রা যাওয়ার সময় সুরমা ব্যবহার।

২৩৭১. মুহাম্মদ ইবন উবায়দুল্লাহ্ ..... আল্ আ’মাশ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমি আমাদের সাথীদের মধ্যে কাউকেও রোযা থাকাবস্থায় সুরমা ব্যবহারে আপত্তি করতে দেখিনি এবং রাবী ইবরাহীম রোযাদারের জন্য বিশেষভাবে ’সিবর’ জাতীয় সুরমা ব্যহার করতে অনুমতি দিতেন।

باب فِي الْكَحْلِ عِنْدَ النَّوْمِ

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ الْمُخَرِّمِيُّ، وَيَحْيَى بْنُ مُوسَى الْبَلْخِيُّ، قَالاَ حَدَّثَنَا يَحْيَى بْنُ عِيسَى، عَنِ الأَعْمَشِ، قَالَ مَا رَأَيْتُ أَحَدًا مِنْ أَصْحَابِنَا يَكْرَهُ الْكَحْلَ لِلصَّائِمِ وَكَانَ إِبْرَاهِيمُ يُرَخِّصُ أَنْ يَكْتَحِلَ الصَّائِمُ بِالصَّبِرِ ‏.‏

حدثنا محمد بن عبد الله المخرمي ويحيى بن موسى البلخي قالا حدثنا يحيى بن عيسى عن الاعمش قال ما رايت احدا من اصحابنا يكره الكحل للصاىم وكان ابراهيم يرخص ان يكتحل الصاىم بالصبر


Al-A'mash said:
I did not see any of our companions who abominated the use of collyrium by a man who fasting. Ibrahim would permit the man who was fasting to apply collyrium with aloes.


হাদিসের মানঃ হাসান (Hasan)
বর্ণনাকারীঃ আ‘মাশ (রহঃ)
পুনঃনিরীক্ষণঃ
সুনান আবূ দাউদ (ইসলামিক ফাউন্ডেশন)
৮/ সওম (كتاب الصوم )