৩৫৭৪

পরিচ্ছেদঃ আল্লাহর সন্তুষ্টির জন্য কারো সাথে ভালবাসা রাখার মাহাত্ম্য এবং তার প্রতি উৎসাহ প্রদান ও যে ব্যক্তি অন্য কাউকে ভালবাসে তাকে সে ব্যাপারে অবহিত করা ও কী বলে অবহিত করবে তার বিবরণ

(৩৫৭৪) আবূ কারীমা মিকদাদ ইবনে মা’দীকারিব (রাঃ) হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোন মানুষ তার ভাইকে ভালবাসে, তখন সে যেন তাকে জানিয়ে দেয় যে, সে তাকে ভালবাসে।

وَعَنْ أَبِـيْ كَرِيْمَةَ الْمِقدَادِ بْنِ مَعدِيْكَرِبَ عَنِ النَّبيِّ ﷺ قَالَ إِذَا أَحَبَّ الرَّجُلُ أخَاهُ فَليُخْبِرْهُ أَنَّهُ يُحِبُّهُ رَوَاهُ أَبُو دَاوُدَ وَالتِّرمِذِي وَقَالَ حديث صحيح

وعن ابي كريمة المقداد بن معديكرب عن النبي ﷺ قال اذا احب الرجل اخاه فليخبره انه يحبه رواه ابو داود والترمذي وقال حديث صحيح

হাদিসের মানঃ হাসান (Hasan)
পুনঃনিরীক্ষণঃ
হাদীস সম্ভার
২৭/ আদব