৩২৬০

পরিচ্ছেদঃ ২৯. ছোট (অপ্রাপ্ত বয়স্কা) কন্যার বিবাহ দান

৩২৬০. কুতায়বা (রহঃ) ... আবূ উবায়দা (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আয়েশা (রাঃ) বলেছেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নয় বছর বয়সের সময় বিবাহ (বাসর) করেন। আর আমি তাঁর (দাম্পত্য) সঙ্গলাভ করি নয় বছর পর্যন্ত।

إِنْكَاحُ الرَّجُلِ ابْنَتَهُ الصَّغِيرَةَ

أَخْبَرَنَا قُتَيْبَةُ قَالَ حَدَّثَنَا عَبْثَرٌ عَنْ مُطَرِّفٍ عَنْ أَبِي إِسْحَقَ عَنْ أَبِي عُبَيْدَةَ قَالَ قَالَتْ عَائِشَةُ تَزَوَّجَنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِتِسْعِ سِنِينَ وَصَحِبْتُهُ تِسْعًا

اخبرنا قتيبة قال حدثنا عبثر عن مطرف عن ابي اسحق عن ابي عبيدة قال قالت عاىشة تزوجني رسول الله صلى الله عليه وسلم لتسع سنين وصحبته تسعا


It was narrated that Abu 'Ubaidah said:
"Aishah said: 'The Messenger of Allah married me when I was nine and I lived with him for nine years.'


হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আবূ উবায়দা (রহঃ)
পুনঃনিরীক্ষণঃ
সুনান আন-নাসায়ী (ইসলামিক ফাউন্ডেশন)
২৬/ নিকাহ (বিবাহ)(كتاب النكاح)