২৩১

পরিচ্ছেদঃ ২৫. নাবীয দ্বারা উযু করা

২৩১(২). মুহাম্মাদ ইবনুল মুজাফফার (রহঃ) ... আল-মুসায়্যাব (রহঃ) থেকে এই সূত্রে হাদীসটি মাওকুফরূপে বর্ণিত। এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বক্তব্য নয়। যথার্থ কথা হলো, এটি ইকরিমা (রহঃ)-এর বক্তব্য, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদীস নয় এবং ইবনে আব্বাস (রাঃ)-এর উক্তিও নয়। আর মুসায়্যাব হাদীসশাস্ত্রে দুর্বল।

بَابُ الْوُضُوءِ بِالنَّبِيذِ

فَحَدَّثَنَا بِهِ مُحَمَّدُ بْنُ الْمُظَفَّرِ ، نَا مُحَمَّدُ بْنُ مُحَمَّدِ بْنِ سُلَيْمَانَ ، نَا الْمُسَيَّبُ ، بِهَذَا الْإِسْنَادِ ، مَوْقُوفًا غَيْرَ مَرْفُوعٍ إِلَى النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - ، وَالْمَحْفُوظُ أَنَّهُ مِنْ قَوْلِ عِكْرِمَةَ غَيْرُ مَرْفُوعٍ إِلَى النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - ، وَلَا إِلَى ابْنِ عَبَّاسٍ . وَالْمُسَيَّبُ ضَعِيفٌ

فحدثنا به محمد بن المظفر نا محمد بن محمد بن سليمان نا المسيب بهذا الاسناد موقوفا غير مرفوع الى النبي صلى الله عليه وسلم والمحفوظ انه من قول عكرمة غير مرفوع الى النبي صلى الله عليه وسلم ولا الى ابن عباس والمسيب ضعيف

হাদিসের মানঃ তাহকীক অপেক্ষমাণ
বর্ণনাকারীঃ আল-মুসায়্যাব (রহঃ)
পুনঃনিরীক্ষণঃ
সুনান আদ-দারাকুতনী
১. পবিত্রতা (كتاب الطهارة)