২৯৮

পরিচ্ছেদঃ ৩৩. তিনবার মাথা মসেহ করার দলীল

২৯৮(৪). আল-হুসাইন ইবনে ইসমাঈল (রহঃ) ... উসমান (রাঃ) এর মুক্তদাস ইবনে দারা (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি উসমান (রাঃ) এর সাথে তার ঘরে সাক্ষাত করলাম। তিনি শুনতে পেলেন, আমি কুলি করছি। তিনি বলেন, হে মুহাম্মাদ! আমি বললাম, উপস্থিত। তিনি বলেন, আমি কি তোমার নিকট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদীস বর্ণনা করবো? আমি বললাম, হ্যাঁ। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে দেখেছি তাঁর নিকট উযুর পানি আনা হলো, তখন তিনি আল-মাকাইদে (জানাযার নামায পড়ার স্থানে) ছিলেন। তিনি তিনবার কুলি করেন, তিনবার নাক পরিষ্কার করেন, তিনবার মুখমণ্ডল ধৌত করেন, তিনবার করে উভয় বাহু (হাত) ধৌত করেন, তিনবার মাথা মসেহ করেন এবং উভয় পা তিনবার করে ধৌত করেন। অতঃপর উসমান (রাঃ) বলেন, এরূপই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উযু। তা আমি তোমাদের দেখাতে পছন্দ করি।

بَابُ دَلِيلِ تَثْلِيثِ الْمَسْحِ

حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ إِسْمَاعِيلَ ، نَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ الْمَخْرَمِيُّ ، نَا صَفْوَانُ بْنُ عِيسَى ، عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي مَرْيَمَ ، عَنِ ابْنِ دَارَةَ مَوْلَى عُثْمَانَ ، قَالَ : دَخَلْتُ عَلَيْهِ يَعْنِي : عَلَى عُثْمَانَ مَنْزِلَهُ ، فَسَمِعَنِي وَأَنَا أَتَمَضْمَضُ ، فَقَالَ : يَا مُحَمَّدُ ، قُلْتُ لَبَّيْكَ ، قَالَ : أَلَا أُحَدِّثُكَ عَنْ وُضُوءِ رَسُولِ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - ؟ قُلْتُ : بَلَى ، قَالَ : رَأَيْتُ رَسُولَ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - أُتِيَ بِمَاءٍ ، وَهُوَ عِنْدَ الْمَقَاعِدِ ، فَمَضْمَضَ ثَلَاثًا ، وَنَثَرَ ثَلَاثًا ، وَغَسَلَ وَجْهَهَ ثَلَاثًا ، وَذِرَاعَيْهِ ثَلَاثًا ثَلَاثًا ، وَمَسَحَ بِرَأْسِهِ ثَلَاثًا ، وَغَسَلَ قَدَمَيْهِ ثَلَاثًا ثَلَاثًا ، ثُمَّ قَالَ : هَكَذَا وُضُوءُ رَسُولِ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - أَحْبَبْتُ أَنْ أُرِيَكُمُوهُ

حدثنا الحسين بن اسماعيل نا محمد بن عبد الله المخرمي نا صفوان بن عيسى عن محمد بن عبد الله بن ابي مريم عن ابن دارة مولى عثمان قال دخلت عليه يعني على عثمان منزله فسمعني وانا اتمضمض فقال يا محمد قلت لبيك قال الا احدثك عن وضوء رسول الله صلى الله عليه وسلم قلت بلى قال رايت رسول الله صلى الله عليه وسلم اتي بماء وهو عند المقاعد فمضمض ثلاثا ونثر ثلاثا وغسل وجهه ثلاثا وذراعيه ثلاثا ثلاثا ومسح براسه ثلاثا وغسل قدميه ثلاثا ثلاثا ثم قال هكذا وضوء رسول الله صلى الله عليه وسلم احببت ان اريكموه

হাদিসের মানঃ তাহকীক অপেক্ষমাণ
বর্ণনাকারীঃ ইবনে দারা (রহঃ)
পুনঃনিরীক্ষণঃ
সুনান আদ-দারাকুতনী
১. পবিত্রতা (كتاب الطهارة)