৬২৯

পরিচ্ছেদঃ ৫৮. নামাযরত অবস্থায় অট্টহাসি সম্পর্কিত হাদীস এবং তার ক্রটিসমূহ

৬২৯(৫৩). নাহশাল ইবনে দারিম (রহঃ) ... জাবের (রাঃ) থেকে বর্ণিত। তার নিকট নামাযের অবস্থায় হাসি দিলে তার বিধান সম্পর্কে জিজ্ঞেস করা হলো। তিনি বলেন যে, সে পুনরায় নামায পড়বে এবং পুনরায় উযু করবে না।

بَابُ أَحَادِيثِ الْقَهْقَهَةِ فِي الصَّلَاةِ وَعِلَلِهَا

حَدَّثَنَا نَهْشَلُ بْنُ دَارِمٍ ، نَا أَحْمَدُ بْنُ مُلَاعِبٍ ، ثَنَا وَرْدُ بْنُ عَبْدِ اللَّهِ ، نَا مُحَمَّدُ بْنُ طَلْحَةَ ، عَنِ الْأَعْمَشِ ، عَنْ أَبِي سُفْيَانَ ، عَنْ جَابِرٍ ؛ أَنَّهُ سُئِلَ عَنِ الضَّحِكِ فِي الصَّلَاةِ ؟ قَالَ : " يُعِيدُ وَلَا يَتَوَضَّأُ

حدثنا نهشل بن دارم نا احمد بن ملاعب ثنا ورد بن عبد الله نا محمد بن طلحة عن الاعمش عن ابي سفيان عن جابر انه سىل عن الضحك في الصلاة قال يعيد ولا يتوضا

হাদিসের মানঃ তাহকীক অপেক্ষমাণ
পুনঃনিরীক্ষণঃ
সুনান আদ-দারাকুতনী
১. পবিত্রতা (كتاب الطهارة)