৭১৫

পরিচ্ছেদঃ ৬৫. মাথার কিছু অংশ মসেহ করা জায়েয

৭১৫(৩)। ইবনে মুবাশশির (রহঃ) ... ইবনুল মুগীরা-তার পিতা-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূত্রে পূর্বোক্ত হাদীসের অনুরূপ বর্ণিত। নাসর ইবনে আলী (রহঃ) তার বর্ণনায় বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর মাথার সম্মুখভাগ ও ললাটের উপরিভাগের কেশ মসেহ করেন এবং মোজাদ্বয়ের উপর ও পাগড়ীর উপর মসেহ করেন।

بَابٌ : فِي جَوَازِ الْمَسْحِ عَلَى بَعْضِ الرَّأْسِ

حَدَّثَنَا ابْنُ مُبَشِّرٍ ، نَا أَحْمَدُ بْنُ الْمِقْدَامِ ، ثَنَا مُعْتَمِرٌ ، عَنْ أَبِيهِ ، عَنْ بَكْرٍ ، عَنِ الْحَسَنِ ، عَنِ ابْنِ الْمُغِيرَةِ ، عَنْ أَبِيهِ ، عَنِ النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - مِثْلَهُ . وَقَالَ نَصْرُ بْنُ عَلِيٍّ : " أَنَّ النَّبِيَّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - مَسَحَ عَلَى مُقَدَّمِ رَأْسِهِ ، وَمُقَدَّمِ نَاصِيَتِهِ ، وَمَسَحَ عَلَى الْخُفَّيْنِ وَالْخِمَارِ

حدثنا ابن مبشر نا احمد بن المقدام ثنا معتمر عن ابيه عن بكر عن الحسن عن ابن المغيرة عن ابيه عن النبي صلى الله عليه وسلم مثله وقال نصر بن علي ان النبي صلى الله عليه وسلم مسح على مقدم راسه ومقدم ناصيته ومسح على الخفين والخمار

হাদিসের মানঃ তাহকীক অপেক্ষমাণ
বর্ণনাকারীঃ মুগীরাহ (রহঃ)
পুনঃনিরীক্ষণঃ
সুনান আদ-দারাকুতনী
১. পবিত্রতা (كتاب الطهارة)