৮০৬

পরিচ্ছেদঃ ১. ইসতিহাযা (রক্তপ্রদরের রোগিণী)

৮০৬(৪৪)। মুহাম্মাদ ইবনুল হাসান আন-নাক্‌কাশ (রহঃ) ... আয়েশা (রাঃ) থেকে বর্ণিত। রক্তপ্রদরের রোগিনী নামায পড়বে, পাটির উপর রক্তের ফোটা পতিত হলেও। রাবী ওয়াকী (রহঃ) এই হাদীস মারফুরূপে বর্ণনা করেছেন এবং আলী ইবনে হাশেম ও হাফস মাওকুফরূপে বর্ণনা করেছেন।

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ النَّقَّاشُ ، ثَنَا الْحُسَيْنُ بْنُ إِدْرِيسَ ، قَالَ : سَمِعْتُ عُثْمَانَ بْنَ أَبِي شَيْبَةَ .... وَذَكَرَ حَدِيثَ حَبِيبِ بْنِ أَبِي ثَابِتٍ ، عَنْ عُرْوَةَ ، عَنْ عَائِشَةَ : " تُصَلِّي الْمُسْتَحَاضَةُ ، وَإِنْ قَطَرَ الدَّمُ عَلَى الْحَصِيرِ " . فَقَالَ : وَكِيعٌ يَرْفَعُهُ ، وَعَلِيُّ بْنُ هَاشِمٍ وَحَفْصٌ يُوقِفَانِهِ

حدثنا محمد بن الحسن النقاش ثنا الحسين بن ادريس قال سمعت عثمان بن ابي شيبة وذكر حديث حبيب بن ابي ثابت عن عروة عن عاىشة تصلي المستحاضة وان قطر الدم على الحصير فقال وكيع يرفعه وعلي بن هاشم وحفص يوقفانه

হাদিসের মানঃ তাহকীক অপেক্ষমাণ
পুনঃনিরীক্ষণঃ
সুনান আদ-দারাকুতনী
২. ঋতুস্রাব (كتاب الحيض)