৯৩৭

পরিচ্ছেদঃ ৭. ইকামত এবং এ সম্পর্কিত হাদীস বর্ণনায় মতভেদ

৯৩৭(৫৫). ইয়াহইয়া ইবনে মুহাম্মাদ ইবনে সায়েদ (রহঃ) ... আনাস ইবনে মালেক (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, বিলাল (রাঃ) (ফজরের পূর্বে) আযান দিলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পুনরায় আযান দেয়ার নির্দেশ দেন। অতএব বিলাল (রাঃ) এই কথা বলতে বলতে (মিনারে) আরোহণ করেন—আফসোস বিলালের জন্য, তার মা তার জন্য দুঃখ-ভারাক্রান্ত হোক এবং তিনি ঘাম দিয়ে নিজের কপাল ভিজান। একথার পুনরাবৃত্তি করতে করতে তিনি (মিনারে) আরোহণ করেন, অতঃপর দুইবার বলেন, নিশ্চয়ই বান্দা ঘুমিয়েছিল। তারপর ফজরের ওয়াক্ত উজ্জ্বল হলে তিনি পুনরায় আযান দেন।

মুহাম্মাদ ইবনুল কাসেম আল-আসাদী (রহঃ) হাদীসশাস্ত্রে অত্যন্ত দুর্বল।

بَابُ ذِكْرِ الْإِقَامَةِ ، وَاخْتِلَافِ الرِّوَايَاتِ فِيهَا

حَدَّثَنَا يَحْيَى بْنُ مُحَمَّدِ بْنِ صَاعِدٍ ، ثَنَا أَحْمَدُ بْنُ عُثْمَانَ بْنِ حَكِيمٍ الْأَوْدِيُّ ، ثَنَا مُحَمَّدُ بْنُ الْقَاسِمِ الْأَسَدِيُّ ، ثَنَا الرَّبِيعُ بْنُ صُبَيْحٍ ، عَنِ الْحَسَنِ ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ، قَالَ : " أَذَّنَ بِلَالٌ ، فَأَمَرَهُ النَّبِيُّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - أَنْ يُعِيدَ ، فَرَقِيَ بِلَالٌ وَهُوَ يَقُولُ : لَيْتَ بِلَالًا ثَكِلَتْهُ أُمُّهُ ، وَابْتَلَّ مِنْ نَضْحِ دَمِ جَبِينِهِ ، يُرَدِّدُهَا حَتَّى صَعِدَ ثُمَّ ، قَالَ : أَلَا إِنَّ الْعَبْدَ نَامَ مَرَّتَيْنِ ، ثُمَّ أَذَّنَ حِينَ أَضَاءَ الْفَجْرُ . مُحَمَّدُ بْنُ الْقَاسِمِ الْأَسَدِيُّ ضَعِيفٌ جِدًّا

حدثنا يحيى بن محمد بن صاعد ثنا احمد بن عثمان بن حكيم الاودي ثنا محمد بن القاسم الاسدي ثنا الربيع بن صبيح عن الحسن عن انس بن مالك قال اذن بلال فامره النبي صلى الله عليه وسلم ان يعيد فرقي بلال وهو يقول ليت بلالا ثكلته امه وابتل من نضح دم جبينه يرددها حتى صعد ثم قال الا ان العبد نام مرتين ثم اذن حين اضاء الفجر محمد بن القاسم الاسدي ضعيف جدا

হাদিসের মানঃ তাহকীক অপেক্ষমাণ
পুনঃনিরীক্ষণঃ
সুনান আদ-দারাকুতনী
৩. নামায (كتاب الصلاة)