২১৮

পরিচ্ছেদঃ নিফাসের মুদ্দতের ভিতরে কোন মহিলা মারা গেলে তার জানাযা নামায এবং তার পদ্ধতি

২১৮) সামুরা বিন জুনদুব (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ জনৈক মহিলা সন্তান প্রসবের সময় মারা গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার জানাযা নামায পড়লেন এবং তার মাঝখানে তথা কোমর বরাবর দাঁড়ালেন।

টিকাঃ মহিলাদের জানাযায় ইমাম কোমর বরাবর দাঁড়াবেন এবং পুরুষদের জানাযায় মাথা বরাবর দাঁড়াবেন।

باب الصَّلاَةِ عَلَى النُّفَسَاءِ وَسُنَّتِهَا

২১৮ـ عَنْ سَمُرَةَ بْنِ جُنْدُبٍ : أَنَّ امْرَأَةً مَاتَتْ فِي بَطْنٍ، فَصَلَّى عَلَيْهَا النَّبِيُّ فَقَامَ وَسَطَهَا

২১৮ عن سمرة بن جندب ان امراة ماتت في بطن فصلى عليها النبي فقام وسطها

The offering of a funeral prayer for a woman who had died (or after) delivery and its (i.e., funeral prayer's) legal way of performing


Narrated Samura bin Jundub:

The Prophet (ﷺ) offered the funeral prayer for the dead body of a woman who died during delivery (i.e. childbirth) and he stood by the middle of her body.


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
৬. কিতাবুল হায়েয বা ঋতু (كتاب الحيض)