৫০৮

পরিচ্ছেদঃ খুতবায় আল্লাহর প্রশংসা করার পর আম্মা বা’দ বলা

৫০৮) আবু হুমায়েদ সায়েদী (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ এক রাত্রে নামাযের পর দাঁড়িয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর প্রশংসা করলেন এবং তার যথাযোগ্য মহিমা বর্ণনা করলেন। অতঃপর তিনি বললেনঃ আম্মা বা’দ।

باب مَنْ قَالَ فِي الْخُطْبَةِ بَعْدَ الثَّنَاءِ أَمَّا بَعْدُ

৫০৮ـ عَنْ أَبِي حُمَيْدٍ السَّاعِدِيِّ : أَنَّ رَسُولَ اللَّهِ قَامَ عَشِيَّةً بَعْدَ الصَّلاةِ، فَتَشَهَّدَ وَأَثْنَى عَلَى اللَّهِ بِمَا هُوَ أَهْلُهُ، ثُمَّ قَالَ أَمَّا بَعْدُ

৫০৮ عن ابي حميد الساعدي ان رسول الله قام عشية بعد الصلاة فتشهد واثنى على الله بما هو اهله ثم قال اما بعد

Saying "Ammaba'du" in the Khutba


Narrated Abu Hummaid As-Sa`idi:

One night Allah's Messenger (ﷺ) stood up after the prayer and recited "Tashah-hud" and then praised Allah as He deserved and said, "Amma ba'du."


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
১১. কিতাবুল জুমআ বা জুমআ পর্ব (كتاب الجمعة)