১৭৩

পরিচ্ছেদঃ ঘি এবং পানিতে অপবিত্র জিনিষ পতিত হলে

১৭৩) মায়মুনা (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে একটি ইঁদুর সম্পর্কে জিজ্ঞেস করা হল যা ঘি-এর মধ্যে পড়ে গিয়েছিল। উত্তরে তিনি বললেনঃ ইঁদুরটি ফেলে দাও এবং ইঁদুরের পার্শ্বের কিছু ঘি ফেলে দাও। অবশিষ্ট ঘি তোমরা খেয়ে নাও।

باب مَا يَقَعُ مِنَ النَّجَاسَاتِ فِي السَّمْنِ وَالْمَاءِ

১৭৩ـ عَنْ مَيْمُونَةَ رَضِيَ الله عَنْهَا: أَنَّ رَسُولَ اللَّهِ سُئِلَ عَنْ فَأْرَةٍ سَقَطَتْ فِي سَمْنٍ، فَقَالَ أَلْقُوهَا وَمَا حَوْلَهَا فَاطْرَحُوهُ وَكُلُوا سَمْنَكُمْ. (بخارى:২৩৫)

১৭৩ عن ميمونة رضي الله عنها ان رسول الله سىل عن فارة سقطت في سمن فقال القوها وما حولها فاطرحوه وكلوا سمنكم بخارى২৩৫

An-Najasat (impure and filthy things) which fall in cooking butter (ghee - which is obtained by evaporating moisture from butter) and water


Narrated Maimuna:

Allah's Messenger (ﷺ) was asked regarding ghee (cooking butter) in which a mouse had fallen. He said, "Take out the mouse and throw away the ghee around it and use the rest."


হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ মায়মূনাহ্ (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
৪. কিতাবুল অযু (كتاب الوضوء)