-
ঢাকা
সাহরীর শেষ সময়: ভোর ৫:২৪২১শে রজব, ১৪৪৭ হিজরী(সন্ধ্যা ৫:৩০ এর পর হিজরী তারিখ পরিবর্তন হবে!)২৮শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ১১ই জানুয়ারি, ২০২৬ ইং
ইফতার [সূর্যাস্ত]: সন্ধ্যা ৫:৩০ -
🌅 ফজর
ভোর:
৫:২৪
- ☀️ যোহর দুপুর: ১২:০৭
- 🌇 আছর বিকাল: ৩:১০
- 🌄 মাগরিব সন্ধ্যা: ৫:৩০
- 🌔 এশা রাত: ৬:৫০
- 🌤️ সূর্যোদয় সকাল: ৬:৪৩
সুরাঃ আন-নিসা, আয়াতঃ ১৪৪
(১) এ আয়াতের তাফসীরে পূর্ববর্তী ১৩৯ নং আয়াতের তাফসীর ও সূরা আলে ইমরানের ২৮ নং আয়াতের তাফসীর দেখা যেতে পারে।
গ্রন্থঃ সহীহ হাদিসে কুদসি, হাদিস নম্বরঃ ৯
৯. আনাস ইবনু মালেক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “আল্লাহ তা‘আলা জাহান্নামীদের সবচেয়ে হালকা আযাবের ব্যক্তিকে কিয়ামতের দিন বলবেন: তোমার জন্য যদি দুনিয়াতে যা রয়েছে সব হয় তুমি কি তা মুক্তিপণ হিসেবে দিবে? সে বলবে: হ্যাঁ, তিনি বলবেন: আমি তোমার কাছে এরচেয়ে কম চেয়েছিলাম যখন তুমি আদমের ঔরসে ছিলে: আমার সাথে কোন বস্তুকে অংশীদার করবে না, কিন্তু ...
বাংলা হাদিসের সমস্ত কন্টেন্ট সকলের জন্য উন্মুক্ত, বিশেষত যারা দাওয়াতি কাজ করেন (যেমন: ফেসবুক, ইউটিউব, ব্লগ, আর্টিকেল ইত্যাদি)। কপি-পেস্ট করা যেতে পারে, চাইলে সোর্স উল্লেখ করেও বা ছাড়াও। তবে, আমরা আশা করি আপনারা আমাদের সোর্স উল্লেখ করবেন, কারণ এটি অন্যদের জানার সুযোগ দেবে এবং দাওয়াতি কাজে আগ্রহী হতে উৎসাহিত করবে।
তবে, কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা গ্রুপ আমাদের কন্টেন্ট সম্পূর্ণ বা আংশিক পরিবর্তন/পরিবর্ধন করে **নিজ নামে** ব্লগ, ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, কম্পিউটার সফটওয়্যার বা বই প্রিন্ট করতে পারবেন না। ভবিষ্যতে, ইন-শা-আল্লাহ, একটি API সার্ভারের মাধ্যমে সকলের জন্য ডাটা শেয়ার করার পরিকল্পনা রয়েছে।
আমরা ইতোমধ্যে লক্ষ্য করেছি যে অনেকেই আমাদের কন্টেন্ট হুবহু বা আংশিক পরিবর্তন করে বিভিন্ন মোবাইল অ্যাপ, ওয়েবসাইট বা কম্পিউটার সফটওয়্যার তৈরি করেছেন। দুর্ভাগ্যবশত, এসবের অধিকাংশতেই হারাম বিজ্ঞাপন সংযুক্ত করা হয়েছে, যা শুধুমাত্র অর্থ উপার্জনের উদ্দেশ্যে করা হয়েছে এবং এটি সম্পূর্ণরূপে **নিষিদ্ধ**।