পাতলা শাড়ি বা ওড়না পড়ে মেয়েদের নামায কি শুদ্ধ হবে? 
          
            
            
   
          
    
            
              
                
              
            
           
        
     
        যে লেবাস পরার পরেও ভিতরের চামড়া ও চুল নজরে আসে, সে লেবাস পরে নামায শুদ্ধ হবে না। ১৫৮
              ১৫৮ (ইবনে উষাইমীন)