বেবিফুট খেলা বৈধ কি? 
          
            
            
   
          
    
            
              
                
              
            
           
        
     
        শিশুর মূর্তির মাধ্যমে হাত দ্বারা পরিচালিত ঐ ফুটবল খেলা বৈধ নয়। যেহেতু তাতে শারীরিক কোন উপকার সাধিত হয় না। পরন্ত অযথা সময় ব্যয় হয়। তাছাড়া তাতে রয়েছে মূর্তি যা ইসলামের ঘোর পরিপন্থী। (লাজনাহ দায়েমাহ)