নিজের জায়গা ছেড়ে কোন সন্মানিতকে বসতে দেওয়া কি ইসলামে আদবের পর্যায়ভুক্ত?  
          
            
            
   
          
    
            
              
                
              
            
           
        
     
        নিজের জায়গা ছেড়ে কোন সন্মানিতকে বসতে দেওয়া ইসলামী আদবের পর্যায়ভুক্ত নয়। বরং আদব হল নড়ে সরে বসে পাশে জায়গা করে দেওয়া। আর যার জন্য জায়গা ছেড়ে দেওয়া হবে, তার উচিৎ হল, সে জায়গায় না বসা। ইবনে উমার এইরূপ করতেন। (আলবানি)