মুদ্রা ব্যবসায় শরয়ী বাধা আছে কি? 
          
            
            
   
          
    
            
              
                
              
            
           
        
     
        মুদ্রা ব্যবসা, ডলারের বিনিময়ে টাকা, টাকার বিনিময়ে রিয়াল ইত্যাদি বিভিন্ন দেশের মুদ্রা ক্রয় বিক্রয়ে কোন শরয়ী বাধা নেই, যদি তা নগদ নগদ হাতে হাতে হয়। (ইবনে জিবরিন) তবে একই দেশীয় মুদ্রার বিনিময়ে কম বেশি দেওয়া নেওয়া চলবে না। যেহেতু তা সুদী কারবারে পরিণত হয়ে যাবে।