আমি এখনো উপার্জনশীল হয়ে উঠিনি। মা সহ আমরা সবাই আব্বার কামাই নির্ভর। কিন্তু আমরা জানি, আব্বার কামাই হালাল নয়। এখন আমরা কি করব? 
          
            
            
   
          
    
            
              
                
              
            
           
        
     
        প্রথমত তোমাদের উচিৎ, আব্বাকে নসিহত করা এবং হারাম উপার্জন বর্জন করতে চাপ দেওয়া। তোমাদের কথা গ্রাহ্য না করলে এমন কাউকে লাগাও, যার কথা কাজে লাগবে। ততদিন পর্যন্ত তোমাদের প্রয়োজন অনুযায়ী ভরণ পোষণ নিয়ে যাওয়ায় গোনাহ হবে না। তবে প্রয়োজনের অতিরিক্ত কিছু নেওয়া বৈধ হবে না। (ইবনে উসাইমিন)