চন্দ্র বা সূর্য গ্রহণের সাথে সাথে দুনিয়ার কোন ঘটনাঘটনের সম্পর্ক আছে কি? 
          
            
            
   
          
    
            
              
                
              
            
           
        
     
        চন্দ্র বা সূর্য গ্রহণের সাথে দুনিয়ার কোন ঘটনাঘটনের সম্পর্ক নেই। মহানবি (সঃ) বলেন, ‘সূর্য ও চন্দ্র আল্লাহ্র নিদর্শনসমূহের অন্যতম। কারো জন্ম বা মৃত্যুর কারণে তাতে গ্রহন লাগেনা। সুতরাং গ্রহণ লাগা দেখলে তোমরা তোমরা আল্লাহ্র নিকট দু'আ কর, তাকবীর পড়, নামায পড় এবং সাদকাহ কর। ৫৫
              ৫৫ (বুখারি, মুসলিম, মিশকাত ১৪৮৩ নং)