আবু বকর ও উমর রাদিয়াল্লাহু আনহুমার জীবনের কিছু ঘটনা
        
         আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর জীবনের কিছু ঘটনা    ইসলামহাউজ.কম   ১  টি 
     আবু বকরের খিলাফত জীবনের কর্মকাণ্ড: 
          
            
            
   
          
    
            
              
                
              
            
           
        
     
        ১. ইমাম হিসাবে তাঁর দায়িত্ব ছিল সকলের দেখাশুনা করা, শিক্ষা দেয়া, সৎকাজের আদেশ ও মন্দকাজের নিষেধ করা। তাঁর নিয়মিত কাজের মধ্যে ছিল: সালাতের ইমামতি, জুমুআর খুতবা দেওয়া-যার মাধ্যমে জনগণকে শিক্ষা দেওয়া হয়, গুরুত্বপূর্ণ বিষয় জানানো হয় ও মতামত গ্রহণ করা হয়।
২. সেনাবাহিনীকে বিভিন্ন যুদ্ধক্ষেত্রে পাঠানো, নিয়োগ, জিহাদের বিভিন্ন আর্থিক দায়িত্ব, শত্রুদের সাথে সন্ধি ইত্যাদি।
৩. বিচারক, যাকাত সংগ্রহকারী, জিযিয়া সংগ্রহকারী নিয়োগ।
৪. বাইয়্যাত গ্রহণকারী নিয়োগ।
৫. হুদুদ প্রতিষ্ঠা করা, ইজতিহাদ করা।
৬. মসজিদে শিক্ষার ব্যবস্থা করা।