কুরআন ও সহীহ হাদীসের আলোকে নিষিদ্ধ কর্মকান্ড
        
         কুরআন ও হাদীসে বর্ণিত নিষিদ্ধ কর্মসমূহ    মোস্তাফিজুর রহমান বিন আব্দুল আজিজ আল-মাদানী   ১  টি 
     ৯৮. উট বসার জায়গায় নামায পড়া 
          
            
            
   
          
    
            
              
                
              
            
           
        
     
        বারা’ বিন্ ’আযিব (রা.) থেকে বর্ণিত তিনি বলেন: একদা রাসূল (সা.) কে উট বসার জায়গায় নামায পড়া সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন:
لاَ تُصَلُّوْا فِيْ مَبَارِكِ الْإِبِلِ ؛ فَإِنَّهَا مِنَ الشَّيَاطِيْنِ
‘‘তোমরা উট বসার জায়গায় নামায পড়ো না। কারণ, উট হচ্ছে শয়তানের জাত’’।
তেমনিভাবে তাঁকে ছাগল বসার জায়গায় নামায পড়া সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন:
صَلُّوْا فِيْهَا ؛ فَإِنَّهَا بَرَكَةٌ
‘‘তাতে নামায পড়বে। কারণ, ছাগল হচ্ছে বরকতময় পশু’’।[1]
>
              [1] (আবু দাউদ, হাদীস ৪৯৩)