কুরআন ও সহীহ হাদীসের আলোকে নিষিদ্ধ কর্মকান্ড
        
         কুরআন ও হাদীসে বর্ণিত নিষিদ্ধ কর্মসমূহ    মোস্তাফিজুর রহমান বিন আব্দুল আজিজ আল-মাদানী   ১  টি 
     ১২৭. পুরো মাথা না কামিয়ে মাথার কিছু অংশ অমুন্ডিত রেখে দেয়া 
          
            
            
   
          
    
            
              
                
              
            
           
        
     
        আব্দুল্লাহ্ বিন্ ’উমর (রাযিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত তিনি বলেন: একদা নবী (সা.) একটি বাচ্চার কিছু মাথা মুন্ডিত আর কিছু অমুন্ডিত দেখলে তিনি তাঁর সাহাবাগণকে আর এমন করতে নিষেধ করে বলেন:
احْلِقُوْهُ كُلَّهُ ، أَوِ اتْرُكُوْهُ كُلَّهُ
‘‘তোমরা পুরো মাথাই মুন্ডন করবে অথবা পুরো মাথাই অমুন্ডিত রেখে দিবে’’।[1]
>
              [1] (আহমাদ্ ২/৮৮ আবু দাউদ, হাদীস ৪১৯৫)