কুরআন ও সহীহ হাদীসের আলোকে নিষিদ্ধ কর্মকান্ড
        
         কুরআন ও হাদীসে বর্ণিত নিষিদ্ধ কর্মসমূহ    মোস্তাফিজুর রহমান বিন আব্দুল আজিজ আল-মাদানী   ১  টি 
     ২০৫. কোন নামাযের ওযু শেষে উক্ত নামায শেষ হওয়া পর্যন্ত উক্ত ওযুকারীর এক হাতের আঙ্গুলগুলোকে অন্য হাতের আঙ্গুলগুলোর মাঝে প্রবেশ করানো 
          
            
            
   
          
    
            
              
                
              
            
           
        
     
        আবু হুরাইরাহ্ (রা.) থেকে বর্ণিত তিনি বলেন: রাসূল (সা.) ইরশাদ করেন:
إِذَا تَوَضَّأَ أَحَدُكُمْ لِلصَّلاَةِ ، فَلاَ يُشَبِّكْ بَيْنَ أَصَابِعِهِ
‘‘তোমাদের কেউ কোন নামাযের জন্য ওযু করলে সে যেন তার এক হাতের আঙ্গুলগুলোকে অন্য হাতের আঙ্গুলগুলোর মাঝে প্রবেশ না করায়’’।[1]
>
              [1] (আস্-সিলসিলাতুস্-স্বা’হী’হাহ্, হাদীস ১২৯৪)