কুরআন ও সহীহ হাদীসের আলোকে নিষিদ্ধ কর্মকান্ড
        
         কুরআন ও হাদীসে বর্ণিত নিষিদ্ধ কর্মসমূহ    মোস্তাফিজুর রহমান বিন আব্দুল আজিজ আল-মাদানী   ১  টি 
     ৩২০. কোন সতী মহিলাকে ব্যভিচারের অপবাদ দিয়ে তা চারটি সাক্ষ্য দ্বারা প্রমাণিত করতে না পারা সত্ত্বেও তার যে কোন সাক্ষ্য গ্রহণ করা 
          
            
            
   
          
    
            
              
                
              
            
           
        
     
        আল্লাহ্ তা’আলা বলেন:
وَالَّذِينَ يَرْمُونَ الْمُحْصَنَاتِ ثُمَّ لَمْ يَأْتُوا بِأَرْبَعَةِ شُهَدَاءَ فَاجْلِدُوهُمْ ثَمَانِينَ جَلْدَةً وَلَا تَقْبَلُوا لَهُمْ شَهَادَةً أَبَدًا ۚ وَأُولَٰئِكَ هُمُ الْفَاسِقُونَ
‘‘যারা সতী-সাধ্বী মহিলাদেরকে ব্যভিচারের অপবাদ দিয়ে তা চার জন সাক্ষীর মাধ্যমে প্রমাণিত করতে পারেনি তাদেরকে তোমরা আশিটি বেত্রাঘাত করো এবং এরপর আর কখনো তাদের কোন সাক্ষ্য গ্রহণ করো না। কারণ, তারা সত্যিই ফাসিক’’। (নূর : ৪)