সুলায়মানের মৃত্যু ও রাজত্বকাল 
          
            
            
   
          
    
            
              
                
              
            
           
        
     
        সুলায়মান (আঃ) ৫৩ বছর বেঁচেছিলেন। তন্মধ্যে ৪০ বছর তিনি রাজত্ব করেন। তাঁর মৃত্যুর পরে তাঁর পুত্র রাহবা‘আম (رحبعام) ১৭ বছর রাজত্ব করেন। অতঃপর বনু ইস্রাঈলের রাজত্ব বিভক্ত হয়ে যায়।[8] সুলায়মান মনছূরপুরীর হিসাব মতে শেষনবী (ছাঃ)-এর আবির্ভাবের প্রায় ১৫৪৬ বছর পূর্বে সুলায়মান (আঃ) মৃত্যুবরণ করেন।[9]
              [8]. ইবনু কাছীর, আল-বিদায়াহ ওয়ান নিহায়াহ ২/২৯-৩০। 
[9]. মানছূরপুরী, রহমাতুল লিল আলামীন ৩/১০৯ পৃঃ।
                      
        [9]. মানছূরপুরী, রহমাতুল লিল আলামীন ৩/১০৯ পৃঃ।