এক নযরে উম্মাহাতুল মুমিনীন বর্ণিত হাদীছ সমূহ (الاحاديث المروية من امهاة المؤمنين فى لمحة) 
          
            
            
   
          
    
            
              
                
              
            
           
        
     
        | ক্রমিক | নাম | মুত্তাফাক্ব ‘আলাইহ | এককভাবে বুখারী | এককভাবে মুসলিম | অন্যান্য হাদীছগ্রন্থ | মোট | 
| ১. | সওদাহ বিনতে যাম‘আহ | ** | ১ | ** | ৪ | ৫ | 
| ২. | আয়েশা বিনতে আবুবকর | ১৭৪ | ৫৪ | ৯ | ১৯৭৩ | ২২১০ | 
| ৩. | হাফছাহ বিনতে ওমর | ৪ | ** | ৬ | ৫০ | ৬০ | 
| ৪. | উম্মে সালামাহ | ১৩ | ৩ | ১৩ | ৩৪৯ | ৩৭৮ | 
| ৫. | যয়নব বিনতে জাহশ | ২ | ** | ** | ৯ | ১১ | 
| ৬. | জুওয়াইরিয়া | ** | ২ | ২ | ৩ | ৭ | 
| ৭. | উম্মে হাবীবাহ | ২ | 
 | ১ | ৬২ | ৬৫ | 
| ৮. | ছাফিইয়াহ | ১ | 
 | 
 | ৯ | ১০ | 
| ৯. | মায়মূনাহ | ৭ | ১ | ৫ | ৬৩ | ৭৬ | 
| 
 | সর্বমোট | ২০৩ | ৬১ | ৩৬ | ২৫২২ | ২৮২২ | 
বি.দ্র. খাদীজা (রাঃ) থেকে কোন হাদীছ বর্ণিত হয়নি। যাহাবী মায়মূনা বিনতুল হারেছ (রাঃ) বর্ণিত হাদীছের সংখ্যা ১৩টি বলেছেন (সিয়ারু আ‘লাম ২/২৪৫)। মানছূরপুরী আয়েশা (রাঃ) কর্তৃক মুসলিমে বর্ণিত হাদীছের সংখ্যা ৬৭টি সহ মোট ২৩১২টি লিখেছেন (রহমাতুল্লিল ‘আলামীন ২/১৫৫)। আমরা অধিকাংশ বিদ্বানের গৃহীত সংখ্যাগুলি উল্লেখ করলাম।