৭৬. ওযূর অঙ্গগুলো কতবার ধৌত করা উত্তম? 
          
            
            
   
          
    
            
              
                
              
            
           
        
     
        রাসূলুল্লাহ (স) কখনো ১ বার, কখনো ২ বার, আবার কখনো ৩ বার করে ওযুর অঙ্গ ধৌত করেছেন (বুখারী: ১৫৭, ১৫৮, ১৫৯)। কিন্তু তিন বার ধোয়া অতি উত্তম। কেননা, রাসূলুল্লাহ (স) ও তাঁর সাহাবাগণ বেশির ভাগ সময় তিন বার করে ধৌত করতেন।