৭৯. নামাযরত অবস্থায় বায়ু বের হয়েছে বলে সন্দেহ হলে কী করব? 
          
            
            
   
          
    
            
              
                
              
            
           
        
     
        সন্দেহ হলে ওযু ভাঙে না । গুহ্যদ্বার দিয়ে বাতাস বের হলো কি না তা প্রমাণিত হবে তখন, যখন আওয়াজ শুনতে পাবে অথবা দুর্গন্ধ পাওয়া গেলে । এ দুয়ের কোন একটা প্রমাণ পাওয়া না গেলে ওযূ আছে বলে গণ্য হবে।