১৩২. যাদের উপর জুমু'আ ফরয নয় তারা যদি জুমু'আ পড়ে তবে কি তা আদায় হবে? 
          
            
            
   
          
    
            
              
                
              
            
           
        
     
        হ্যাঁ, তা আদায় হবে। যেমন শিশু, মহিলা, রোগী বা উযর আছে এমন যে কেউ জুমু'আ পড়লে তা আদায় হয়ে যাবে এবং এর সাওয়াবও পাবে। এক্ষেত্রে তাদের আর যোহর পড়তে হবে না। তবে মেয়েরা ইমাম হতে পারবে না, খুৎবা দিতে পারবে না।