১৭১. খুৎবা চলা অবস্থায় মসজিদে প্রবেশের আগেই রাস্তা থেকে খুৎবা শুনতে পেলে কী করব? 
          
            
            
   
          
    
            
              
                
              
            
           
        
     
        এ অবস্থায় রাস্তাতেও কারো সাথে কথা বলা জায়েয নয়। মসজিদে প্রবেশ করে আগে দু রাকাআত তাহিয়্যাতুল মাসজিদ’ সালাত আদায় করে খুৎবা শুনতে বসে যাবে। (ফাতাওয়া ইসলামিয়া, সউদি উলামা কমিটি: ১/৩৩৫, ৩৪৯)