৩৭. রমযান মাসে দিনের বেলায় স্বেচ্ছায় সজ্ঞানে স্বামী-স্ত্রীর মিলন হলে এর হুকুম কী? 
          
            
            
   
          
    
            
              
                
              
            
           
        
     
        এতে রোযা ভঙ্গ হয়ে যাবে। এর ফলে কাযাও করতে হবে এবং কাফফারাও দিতে হবে।
ক. একদিনের রোযার জন্য একাধারে দু’মাস রোযা রাখতে হবে। মাঝখানে একদিন বাদ গেলে এর পরের দিন থেকে আবার একাধারে পূর্ণ দু’মাস রোযা রাখতে হবে।
অথবা 
খ. ষাটজন মিসকিনকে এক বেলা আহার করাতে হবে।