পবিত্র বাইবেল পরিচিতি ও পর্যালোচনা
        
         তৃতীয় অধ্যায় - বৈপরীত্য    ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহ.)   ১  টি 
     ৩. ৯. নতুন ও পুরাতনের অন্যান্য বৈপরীত্য 
          
            
            
   
          
    
            
              
                
              
            
           
        
     
        সম্মানিত পাঠক, উপরে আমরা মূলত চার ইঞ্জিলের মধ্যে বিদ্যমান যীশুর জীবন, কর্ম, মরণ ও পুনরুত্থান বিষয়ক কিছু বৈপরীত্য আলোচনা করলাম। এবার আমরা ইঞ্জিলগুলোসহ নতুন নিয়মের পুস্তকগুলোর মধ্যে বিদ্যমান অন্যান্য কিছু বৈপরীত্য এবং নতুন ও পুরাতন নিয়মের কিছু বৈপরীত্য আলোচনা করব।