পবিত্র বাইবেল পরিচিতি ও পর্যালোচনা
        
         অষ্টম অধ্যায় - অযৌক্তিকতা ও অশালীনতা    ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহ.)   ১  টি 
     ৮. ১. ৬. ৮. মাসিকের সময় স্ত্রীসহবাসে উভয়ের মৃত্যুদণ্ড 
          
            
            
   
          
    
            
              
                
              
            
           
        
     
        ‘‘কোন স্ত্রীলোকের মাসিকের সময় যে লোক তার সাথে সহবাস করে সে সেই স্ত্রীলোকটির রক্তস্রাবের মর্যাদা দেয় না আর সেই স্ত্রীলোটি নিজেও তার মর্যাদা রাখে না। তাদের দু’জনকেই তাদের জাতি থেকে মুছে ফেলতে হবে।’’ ( লেবীয় ২০/১৮)