পবিত্র বাইবেল পরিচিতি ও পর্যালোচনা
        
         নবম অধ্যায় - হত্যা ও যুদ্ধ-জিহাদ    ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহ.)   ১  টি 
     ৯. ৪. ১৫. ১০. বিজিত দেশ আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার নির্দেশ 
          
            
            
   
          
    
            
              
                
              
            
           
        
     
        নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ সকলকে হত্যা করেই ক্ষান্ত হওয়া যাবে না। উপরন্তু বিজিত দেশটাকে পুড়িয়ে দিতে হবে। বাইবেল নিশ্চিত করেছে যে এটাই ঈশ্বরের নির্দেশ: ‘‘তোমরা শহরটা দখল করে নিয়ে তাতে আগুন লাগিয়ে দেবে। মাবদু যা হুকুম দিয়েছেন তোমরা তা-ই করবে। তোমাদের উপর এই আমার হুকুম।’’ (ইউসা ৮/৮)