পবিত্র বাইবেল পরিচিতি ও পর্যালোচনা
        
         নবম অধ্যায় - হত্যা ও যুদ্ধ-জিহাদ    ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহ.)   ১  টি 
     ৯. ৭. ৭. ১. যুদ্ধবন্দি রাজাকে হত্যা করে গাছে টাঙিয়ে রাখা 
          
            
            
   
          
    
            
              
                
              
            
           
        
     
        ‘‘বনি-ইসরাইলরা তাদের সবাইকে হত্যা করল, কাউকে বাঁচিয়ে রাখল না যেতেও দিল না। তবে অয় শহরের বাদশাহকে তারা জীবন্ত অবস্থায় ধরে ইউসার কাছে নিয়ে গেল। ... তিনি অয় শহরের বাদশাহকে হত্যা করে সন্ধ্যা পর্যন্ত গাছে টাংগিয়ে রাখলেন। সন্ধ্যা বেলায় তিনি তাঁর লাশটা গাছ থেকে নামিয়ে শহরের সদর দরজায় ঢুকবার পথে ছুঁড়ে ফেলবার হুকুম দিলেন। লোকেরা তাঁর উপর পাথর দিয়ে একটা বড় স্তূপ করে রাখল। সেটা আজও রয়েছে।’’ (ইউসা/ যিহোশূয় ৮/১-২৯)