পবিত্র বাইবেল পরিচিতি ও পর্যালোচনা
        
         নবম অধ্যায় - হত্যা ও যুদ্ধ-জিহাদ    ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহ.)   ১  টি 
     ৯. ৭. ৭. ৩. হত্যা করে লাশ ফেলে রেখে মাথা নিয়ে যাওয়া 
          
            
            
   
          
    
            
              
                
              
            
           
        
     
        ‘‘তিনশো শিংগা বেজে উঠবার সময় মাবুদ এমন করলেন যার ফলে ছাউনির ভিতরকার সমস্ত লোকেরা একজন অন্যজনকে তলোয়ার দিয়ে আক্রমণ করল। .... তারা ওরেব ও সেব নামে দু’জন মাদিয়ানীয় নেতাকে ধরল এবং ওরেবকে ওরেবের পাথরের কাছে এবং সেবকে সেবের আংগুর মাড়াই করবার জায়গাতে হত্যা করল। তারা মাদিয়ানীয়দের তাড়া করে নিয়ে গেল এবং ওরেব ও সেবের মাথা জর্ডানের ওপারে গিদিয়োনের কাছে নিয়ে গেল।’’ (কাজীগণ ৭/২২-২৫)