১৯৮- হজ্জ পালনে অজানা ও অনিচ্ছাকৃত ভুলত্রুটির জন্য কি একটা ‘দম’ দিয়ে দিলে ভাল হয়? 
          
            
            
   
          
    
            
              
                
              
            
           
        
     
        না। এ ধরনের দম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁর সাহাবায়ে কেরাম দেননি।