রমাযানের ফাযায়েল ও রোযার মাসায়েল
        
         দ্বিতীয় অধ্যায় - সিয়ামের প্রকারভেদ, মাসের বৈশিষ্ট্য ও তার রোযার মাহাত্ম্য    আবদুল হামীদ ফাইযী   ১  টি 
     রোযার প্রকারভেদ 
          
            
            
   
          
    
            
              
                
              
            
           
        
     
        রোযা হল দুই প্রকার; ফরয (বাধ্যতামূলক) ও নফল (অতিরিক্ত)। ফরয রোযা আবার ৩ প্রকার; রমাযানের রোযা, কাফ্ফারার রোযা এবং নযর মানা রোযা।
এক্ষণে রমাযানের রোযা সংক্রান্ত বিভিন্ন মাসায়েল আলোচনা করব।