৯। নাক অথবা কোন কাটা-ফাটা থেকে রক্ত বের হওয়া 
          
            
            
   
          
    
            
              
                
              
            
           
        
     
        দেহের কোন কাটা-ফাটা অঙ্গ থেকে রক্ত পড়লে রোযা নষ্ট হয় না। বরং তা দেহ থেকে দূষিত রক্ত বের করার মতই। অনুরূপ নাক থেকে রক্ত পড়লেও রোযা নষ্ট নয়। কারণ, তাতে মানুষের কোন এখতিয়ার থাকে না। আর ইচ্ছা করে বের করলে তাও দেহ থেকে দূষিত রক্ত বের করার মত।[1] তদনুরূপ মাথায় বা দেহের অন্য কোন জায়গায় পাথর বা অন্য কিছুর আঘাত লেগে রক্ত ঝরলে রোযা নষ্ট হয় না।[2]
              [1] (দ্রঃ আহকামুস সাওম ১৩৬-১৩৮পৃঃ)
[2] (মাজাল্লাতুল বুহূসিল ইসলামিয়্যাহ ৩০/১২৬)
                      
        [2] (মাজাল্লাতুল বুহূসিল ইসলামিয়্যাহ ৩০/১২৬)