রমাযানের ফাযায়েল ও রোযার মাসায়েল
        
         দশম অধ্যায় - রমাযানে যে যে কাজ করা রোযাদারের কর্তব্য    আবদুল হামীদ ফাইযী   ১  টি 
     কুনূতের জবাব 
          
            
            
   
          
    
            
              
                
              
            
           
        
     
        কুনূতের দুআয় ইমামের ‘ইন্নাহু লা য়্যাযিল্লু ---’ বলার সময় যেহেতু ‘আমীন’ বলা হয় না সেহেতু কোন কোন লোক এ ক্ষেত্রে ‘স্বাদাক্বতা’, ‘হাক্কব-হাক্কব’, ‘আশহাদ’, অথবা ‘ইয়াল্লাহ’ বলে থাকে। আসলে এ সব বলা বিদআত।[1]
              [1] (মু’জামুল বিদা’ ৩২২-৩২৩পৃঃ)