১০০. মুক্বীম বা অবস্থানকারীদের জন্য মুসাফিরের দো‘আ 
          
            
            
   
          
    
            
              
                
              
            
           
        
     
        211- «أَسْتَوْدِعُكُمُ اللَّهَ الَّذِي لاَ تَضِيعُ وَدَائِعُهُ».
(আস্তাউদি‘উ কুমুল্লা-হাল্লাযী লা তাদ্বী‘উ ওয়াদা-ই‘উহু)।
২১১- “আমি তোমাদেরকে আল্লাহ্র হেফাযতে রেখে যাচ্ছি, যাঁর কাছে রাখা আমানতসমূহ কখনও বিনষ্ট হয় না।”[1]
              [1] আহমাদ ২/৪০৩, নং ৯২৩০; ইবন মাজাহ্, ২/৯৪৩, নং ২৮২৫। আরও দেখুন, সহীহ ইবন মাজাহ্ ২/১৩৩।