৭৭. হাঁচির দো‘আ 
          
            
            
   
          
    
            
              
                
              
            
           
        
     
        ১৮৮-(১) তোমাদের কেউ হাঁচি দিলে বলবে,
«الْحَمْدُ لِلَّهِ»
(আলহামদু লিল্লা-হি)
“সকল প্রশংসা আল্লাহ্র” এবং তার মুসলিম ভাই বা সাথী যেন অবশ্যই বলে,
« يَرْحَمُكَ اللَّهُ »
(ইয়ারহামুকাল্লা-হ)
“আল্লাহ আপনাকে রহমত করুন”। যখন তাকে ইয়ারহামুকাল্লাহ বলা হয়, তখন হাঁচিদাতা যেন তার উত্তরে বলে,
« يَهْدِيكُمُ اللَّهُ وَيُصْلِحُ بَالَكُمْ».
(ইয়াহ্দীকুমুল্লা-হু ওয়া ইউসলিহু বা-লাকুম)
“আল্লাহ আপনাদেরকে সৎপথ প্রদর্শন করুন এবং আপনাদের অবস্থা উন্নত করুন।”[1]
              [1] বুখারী ৭/১২৫, নং ৫৮৭০।