উমরাহ পালন এবং মদীনায় প্রত্যাবর্তন (الْعُمْرَةُ وَالْاِنْصِرَافُ إِلَى الْمَدِيْنَةِ): 
          
            
            
   
          
    
            
              
                
              
            
           
        
     
        গণীমত বিতরণের পর জি’রানা হতেই উমরাহ পালনের উদ্দেশ্যে রাসূলুল্লাহ (ﷺ) ইহরাম বাঁধলেন এবং ওমরাহ্ পালন করলেন। অতঃপর আত্তাব বিন আসীদকে মক্কার অভিভাবক নিযুক্ত করে মদীনার দিকে রওয়ানা হলেন। ৮ম হিজরী ২৪শে যুল ক্বা’দাহ তারিখে রাসূলুল্লাহ (ﷺ) মদীনায় ফিরে আসেন।