আল-ফিকহুল আকবর
        
         ইসমাতুল আম্বিয়া, সাহাবায়ে কেরাম,  তাকফীর, সুন্নাত ও ইমামাত    ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহ.)   ১  টি 
     ৫. তাকফীর বা কাফির কথন 
          
            
            
   
          
    
            
              
                
              
            
           
        
     
        এরপর ইমাম আবূ হানীফা ‘তাকফীর’ প্রসঙ্গ উল্লেখ করে বলেন: ‘‘আমরা কোনো মুসলিমকে কোনো পাপের কারণে কাফির বলি না, যদিও তা কোনো কবীরা গোনাহ হয়, যতক্ষণ না সে ব্যক্তি উক্ত পাপটিকে হালাল বলে বিশ্বাস করে। আমরা পাপের কারণে কোনো মুসলিমের ‘ঈমান’-এর নাম অপসারণ করি না। বরং আমরা তাকে প্রকৃতই মুমিন বলে আখ্যায়িত করি, সে কাফির না হয়ে একজন পাপী মুমিন হতে পারে।’’