আল-ফিকহুল আকবর
        
         মুরজিয়া মতবাদ, নেক আমল, মুজিযা-কারামত, আখিরাত, ঈমান-ইসলাম ও অন্যান্য প্রসঙ্গ    ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহ.)   ১  টি 
     ৫. ২. কারামাতুল আওলিয়া 
          
            
            
   
          
    
            
              
                
              
            
           
        
     
        নবীগণের ‘আয়াত’ প্রসঙ্গে ইমামগণ আরো দু প্রকারের ‘অলৌকিক’ কর্মের আলোচনা করেছেন: ওলীগণের কারামত ও পাপীদের ইসতিদরাজ। এগুলির বাহ্যিক প্রকাশ অনেকটা এক রকম হলেও ইসলামের দৃষ্টিতে এগুলির মধ্যে পার্থক্য অনেক। যেন কোনো মুমিন অজ্ঞতার কারণে যে কোনো অলৌকিক কর্মকেই মুজিযা বা কারামত মনে না করে এজন্য তারা মুজিযা, কারামাত ও ইসতিদরাজ একত্রে ব্যাখ্যা করেছেন।